Sylhet Today 24 PRINT

ঢাকা সিটির ভোটে গাফিলতি হলে ছাড় নয় : সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২০

ফাইল ছবি

ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। আমাদের কাছে অভিযোগ এলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ কথা বলেন তিনি।

সিইসি আরও বলেন, এই পর্যন্ত ভোটের পরিবেশে সন্তোষজনক। ভবিষ্যতে কারও বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নূরুল হুদা বলেন, সবার নজর এখন ঢাকা সিটির ভোটের দিকে। আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভোটে সবাই মহাউৎসবের আমেজে রয়েছে। এর যথাযথ গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থানে থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে।

এ সময় ভোটের মাঠে যে কোনো অভিযোগ সঠিকভাবে মিটিয়ে ফেলতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন সিইসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.