Sylhet Today 24 PRINT

পদ্মা সেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০২০

মাওয়া প্রান্তে বসেছে পদ্মা সেতুর ২২তম স্প্যান। ২২তম স্প্যান বসানোর পর সেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ১-ই আইডি নম্বরের স্প্যানটি সেতুর মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিলারের ওপর বসানো হয়।

পদ্মা সেতুর একাধিক প্রকৌশলী এ খবর নিশ্চিত করেছেন।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, শনিবার (২৫ জানুয়ারি) এই স্প্যানটি বসানোর কথা ছিল। তবে ওইদিন চীনা নববর্ষ হওয়ার কারণে সূচিতে পরিবর্তন এনে দুই দিন আগেই ২২তম স্প্যানটি বসানো হলো।

সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, সকাল ৮টায় মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ক্রেনে করে রওনা দেয় ২২তম স্প্যান এবং বেলা সাড়ে ১১টায় ৫ ও ৬ নম্বর পিলারের ওপর তা বসানো হয়।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সেতুর ৩২-৩৩ নম্বর পিলারে ২১তম স্প্যান বসানোর মাধ্যমে ৩১৫০ মিটার দৃশ্যমান হয়েছিল। সেতুর প্রতিটি স্প্যান ১৫০ মিটার দীর্ঘ।

পদ্মা সেতুতে মোট ৪২টি পিলারে ৪১টি স্প্যান বসবে। ২২টি স্প্যান বসানো সম্পূর্ণ হওয়ায় বাকি থাকলো ১৯টি স্প্যান। আর ৪২টি পিলারের মধ্যে ৩৬টি পিলারের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে এবং আরও দুটি পিলারের কাজ জানুয়ারি মাসেই শেষ হবে বলে জানা গেছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নীচের অংশে থাকবে রেলপথ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.