Sylhet Today 24 PRINT

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০২০

নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০ (এস) মেইন পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নওগাঁ ১৬ বিজিবির হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন- পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলী পাড়ার শুকরার মণ্ডলের ছেলে সন্দীপ কুমার (২৪), উপজেলার কাঁটাপুকুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২) এবং বাংলাদেশের ২০০ গজ ভেতরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্স মণ্ডলের ছেলে মফিজ উদ্দিন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশের বেশ কিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে বৃহস্পতিবার ভোরে ফেরার পথে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা পেছন থেকে গুলি ছোড়ে। এ সময় ভারতের ৮০০ গজ ভেতরে সন্দীপ কুমার ও কামাল হোসেন মারা যায়। আর বাংলাদেশের ২০০ গজ ভেতরে উপজেলার চকবিষ্ণপুর দিঘিপাড়া গ্রামের মফিজ উদ্দিন মারা যান।

নওগাঁ ১৬ বিজিবির হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান জানান, তিনজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাদের মধ্যে বাংলাদেশ এলাকায় একজন এবং ভারতের ভেতরে দুজন মারা গেছেন।

এই ঘটনায় পতাকা বৈঠকের জন্য ভারতের বিএসএফকে চিঠি দেবেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.