Sylhet Today 24 PRINT

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৫

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকলেও পরীক্ষা গ্রহণের তিন দিনের মাথায় মেডিকেল ও ডেন্টাল কলেজে সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। হাতে পেতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো শুরু হয়েছে বলে বলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

ভর্তি ফরম পূরণের সময় পরীক্ষার্থীদের যে মোবাইল ফোন নম্বর নেয়া হয়েছি, সেখানে পাঠানো হচ্ছে ফল।

এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে ৮৭ হাজার ৭৮৪ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে ভর্তির যোগ্য কতজনকে পাওয়া গেছে, তখনই তা জানা যাবে।

যোগ্য পরীক্ষার্থীদের মধ্যে শেষ পর্যন্ত ১১ হাজার ৯৯ জন দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে চিকিৎসা শাস্ত্রে লেখাপড়ার সুযোগ পাবেন।

গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২৩টি কেন্দ্রে এই সমন্বিত ভর্তি পরীক্ষা চলে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর অধিদপ্তরের ওয়েবসাইটেও www.dghs.gov.bd ফলাফল প্রকাশ করা হবে।

দেশে সরকারি মেডিকেল কলেজ ৩০টি, ডেন্টাল কলেজের সংখ্যা নয়টি। এর বিপরীতে বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৬৫টি ও ডেন্টাল কলেজের সংখ্যা ৩৩টি। বেসরকারি মেডিকেল ও ডেন্টালে সাত হাজার ৩৫৫টি আসনের বিপরীতে সরকারি মেডিকেলের আসন সংখ্যা তিন হাজার ৭৪৪টি।

সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট ওমেন'স মেডিকেল কলেজ, সিলেট অগ্রগামী বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.