Sylhet Today 24 PRINT

নাসিরনগরে সরস্বতী প্রতিমা ভাঙচুর

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেবী সরস্বতীর প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় ডিগ্রি কলেজে প্রতিমা ভাঙচুরের এ ঘটনা ঘটে।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কলেজের গণিত বিভাগের শিক্ষক সুরঞ্জিত দাস ও কম্পিউটার সাইন্সের নরেন্দ্র সূত্রধর প্রতিমা রাখার রুমে ঢুকে দেখতে পান প্রতিমার মাথা ভাঙ্গা। বিষয়টি সঙ্গে সঙ্গে কলেজের অধ্যক্ষকে জানালে কলেজ কর্তৃপক্ষ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা প্রতিমা সংরক্ষণ করে একটি আলাদা রুমে তালাবদ্ধ করে রাখেন।

সুরঞ্জিত দাস বলেন, শিক্ষার্থীরা বুধবার রাত ১১টা পর্যন্ত প্রতিমা সাজিয়ে রেখে চলে যায়। ভোররাতে পূজার্চ্চনার জন্য প্রস্তুতি নিতে এসে দেখতে পাই প্রতিমা ভাঙ্গা।

চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওমর আলী জানান, বিষয়টি নিয়ে আমরা খুবই মর্মাহত। খবর পাওয়ার পরপর আমরা সংশ্লিষ্ট সকলে অবহিত করেছি এবং দ্রুত সময়ের মধ্যে নতুন প্রতিমা এনে পূজার কাজ শুরু করা হয়েছে।  

চাতলপাড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার বলেন, পূজা শেষে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.