Sylhet Today 24 PRINT

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে ভিড় না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২০

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দলের কোনো নেতাকর্মীকে ভিড় না জমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ ওবায়দুল কাদের যেখানে ভর্তি আছেন সেখানে অন্যান্য রোগীরাও আছেন। সেখানে ভিড় করলে তাদের অসুবিধা হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। উনাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে, উনি এখন ঘুমাচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে উনাকে বিদেশে পাঠানো হবে। তার ইকো করা হয়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।

এর আগে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় কার্যালয়ে যান। অফিসে যাওয়ার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ বোধ করেন। তখন তাকে হাসপাতালে নেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.