Sylhet Today 24 PRINT

সরস্বতী পূজায় পুরোহিত হয়ে আলোচনায় ঢাবি ছাত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২০

৩০ জানুয়ারি ছিলো সনাতন ধর্মালম্বীদের স্বরস্বতী পূজা। সারা দেশের মতোই এদিন বিদ্যাদেবীর আরাধনার আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মালম্বী শিক্ষার্থীরা। প্রতিবারের মতো এবারও প্রতিটি বিভাগের আয়োজনে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের পূজায় অন্যরকম এক কান্ড ঘটিয়েছে ঢাবির সমুদ্রবিজ্ঞান বিভাগ।

প্রাচীন যুগ থেকেই পূজা-পার্বণে পুরুষের আধিপত্য। পূজার পৌরহিত্য করে থাকেন ব্রাহ্মণ পুরুষরাই। নারীরা বাকী সব কাজে অংশগ্রহণ করলেও পৌরহিত্যে ব্রাত্য থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবার সেই প্রথা ভেঙে ফেলল। সমুদ্রবিজ্ঞান বিভাগের স্বরস্বতী পূজায় পৌরহিত্য করেছেন একজন মেয়ে। নাম তমা অধিকারী। তিনি একই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার থেকেই এই খবরটি সোশ্যাল সাইটে রীতিমতো আলোচনার সৃষ্টি করেছে।

এর আগে ভারতে মেয়েদের পৌরহিত্য করার খবর জানা গেছে। বাংলাদেশে এটাই সম্ভবত প্রথম ঘটনা। আধুনিক যুগে মেয়েরা যেখানে সবরকমের কাজে নিয়োজিত হচ্ছে, নিজেদের যোগ্যতা প্রমাণ করছে, তাহলে পৌরহিত্য কেন নয়? সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং তমা অধিকারীর এই সাহসী পদক্ষেপকে প্রশংসা করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তমার পৌরিহত্যের ছবি যুক্ত করে এমন সাহসী উদ্যোগের প্রশংসা করছেন নেটিজেনরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.