Sylhet Today 24 PRINT

ঐক্যফ্রন্টের বৈঠক মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকার দুই সিটি নির্বাচনের পর জোটগত পরবর্তী পরিকল্পনা নির্ধারণ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণের দুই বছরকে সামনে রেখে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু  জানিয়েছেন।

জানা গেছে, ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল বিএনপির কারান্তরীণ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণের দুই বছর পূর্ণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। কারাবরণের দুই বছরকে সামনে রেখে বৈঠকে কর্মকৌশল ও কর্মসূচি নির্ধারণ হতে পারে। এছাড়াও ঢাকা সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ইস্যুতেও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনার ইঙ্গিত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.