Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস বিষয়ে সচেতনতা তৈরিতে হটলাইন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) চারটি হটলাইন চালু করেছে।

চীনসহ বিশ্বের কয়েকটি দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় বাংলাদেশ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আইইডিসিআর এ চারটি হটলাইন চালু করল।

আইইডিসিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হটলাইনগুলো হচ্ছে- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে এসব নম্বরে ফোন করা যাবে।

চীনসহ পৃথিবীর কয়েকটি দেশে এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় বাংলাদেশ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতায় এই হটলাইন চালু করা হলো।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী ৩৬১ জন নিহত এবং ১৭ হাজার ৩০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি ১৭ হাজার ২০৫ জন চীনের মূল ভূখণ্ডে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে হংকংয়ে ১৪ ও ম্যাকাওয়ে সাতজন রোগী পাওয়া গেছে বলে এপি জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.