Sylhet Today 24 PRINT

মাস্কের সংকট, দ্বিগুণের বেশি দামে বিক্রি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২০

করোনাভাইরাসের প্রভাব পড়েছে দেশের ফার্মেসিগুলোতে। বেশিরভাগ ফার্মেসিতেই মাস্ক নেই। রাজধানীর গড়ে ১০টি ফার্মেসির একটিতে ফিল্টার মাস্ক ও তিনটিতে রেগুলার মাস্ক পাওয়া গেলেও দাম হাঁকানো হচ্ছে দ্বিগুণের বেশি।  খবর : টিবিএস

লার্জ ফার্মা লিমিটেডের রমনা শাখার একজন বিক্রয় প্রতিনিধি জানান, ‘প্রতিটি ফিল্টার মাস্কের দাম ৬০ টাকা, রেগুলার মাস্ক ৮ টাকা। তবে সরবরাহ কম থাকায় একজন ক্রেতার কাছে একটি ফিল্টার মাস্ক ও ৫টি রেগুলার মাস্কের বেশি বিক্রি করা হয় না।‘

ঢাকার হলি ফ্যামিলি হাসপাতাল ফার্মেসির এক বিক্রয় প্রতিনিধি বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত অনেকেই মাস্ক কিনতে এসেছেন। কিন্তু আমাদের ফার্মেসিতে ফিল্টার মাস্ক ফুরিয়ে গেছে আগেই। রেগুলার মাস্কও আছে অল্প কয়েকটি। দাম ৬ টাকা।‘

রাজধানীর মগবাজার ও ইস্কাটন এলাকার আমানত ড্রাগস, যমুনা ফার্মেসি, সুপ্তি ফার্মেসি, মা ফার্মেসিসহ আরও কয়েকটি ফার্মেসিতে খোঁজ নিয়ে জানা গেছে, করোনার প্রভাবে মাস্কের চাহিদা প্রবলভাবে বেড়ে যাওয়ায় সরবরাহকারীদের হিমশিম খেতে হচ্ছে। এ কারণে মাস্ক কিনতে এসে বেশির ভাগ ফার্মেসি থেকেই খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের। যেগুলোতে আছে, সেখানে যে যার মতো দাম রাখছেন। কিছুদিন আগেও ফিল্টার মাস্ক গড়ে ৩০ টাকা ও রেগুলার মাস্ক ৫ টাকা করে বিক্রি করা হতো। এখন ফিল্টার মাস্ক ৬০ থেকে ১০০ টাকা এবং রেগুলার মাস্ক ৬ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।

করোনা ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার পর বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পার্শ্ববর্তী দেশ ভারত এরই মধ্যে মাস্ক রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটিতে ইতোমধ্যে দু’জন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

দূষণের কারণে রাজধানী ঢাকায় সতর্ক থাকতে অনেকেই মাস্ক ব্যবহার করছেন। তবে করোনাভাইরাস আতঙ্কও ভর করেছে নগরবাসীর মধ্যে। ফলে অনেকেই অতি উৎসাহী হয়ে বেশি করে মাস্ক কিনে রাখছেন। এতে করে মুনাফালোভী ফার্মেসি ব্যবসায়ীরা বেশি করে দাম রাখছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.