Sylhet Today 24 PRINT

তাপসের আসনে নৌকার প্রার্থী হতে চান সাঈদ খোকন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন।

শুক্রবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

আগামী ২১ মার্চ এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনের সাংসদ ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সাংসদ শেখ ফজলে নূর তাপস।

তিনি গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ডিএসসিসির মেয়র পদে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি এই আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে মেয়র পদে দলের সমর্থন না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন সাঈদ খোকন। এখন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে দলীয় সমর্থন চেয়েছেন তিনি। আগামী ১৭ মে পর্যন্ত ডিএসসিসির মেয়র হিসেবে সাঈদ খোকনের দায়িত্ব পালন করার কথা রয়েছে।

সাঈদ খোকন জানান, আমি সফলতার সঙ্গে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আগ্রহী। তাই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি দল আমাকে সমর্থন দেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.