Sylhet Today 24 PRINT

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২০

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

সিটি ইউনিভার্সিটিকে করা জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে।

আপিল বিভাগ আদেশে বলেছেন, জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই অর্থ দিতে হবে।

বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থী হাই কোর্টে রিট করেন।

গত ২৪ অক্টোবর হাইকোর্ট রুল দেন। একই সঙ্গে ২৫ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে।

বার কাউন্সিলের আবেদনটি মঙ্গলবার শুনানির জন্য আপিল বিভাগে ওঠে। এদিন আপিল বিভাগে সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে আজ (বুধবার) আদালতে আসতে বলেন।

আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আজ সিটি ইউনিভার্সিটির উপাচার্য আদালতে হাজির হন। তার বক্তব্য শোনেন আদালত।

আদালতে শিক্ষার্থীদের পক্ষ ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। বার কাউন্সিলের পক্ষ ছিলেন এ ওয়াই মশিউজ্জামান ও রবিউল হাসান।

পরে এ ওয়াই মশিউজ্জামান জানান, জরিমানার অর্থ বার কাউন্সিলে জমা দেওয়া সাপেক্ষে ওই শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.