Sylhet Today 24 PRINT

আগামী ২২ মার্চ শ‌বে মেরাজ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২০

সোমবার বাংলা‌দে‌শের আকা‌শে রজব মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার ৩০ দি‌নে পূর্ণ হ‌বে চল‌তি জমা‌দিউস সা‌নি মাস। বুধবার থে‌কে রজব মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ২৬ রজব অর্থাৎ ২২ মার্চ রোববার দিবাগত রাতে পবিত্র মেরাজ পালিত হ‌বে।

জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। শ‌নিবার বায়তুল মোকাররম জাতীয় মস‌জি‌দে ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের সভাক‌ক্ষে ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত হয়। এতে সভাপ‌তিত্ব ক‌রেন ধর্ম প্র‌তিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

মেরাজ শব্দের অর্থ উর্দ্ধাকাশে গমন। শবে মেরাজ মানে উর্দ্ধাকাশে গমনের রাত। ১৪০০ বছর আগে ২৬ রজব দিবাগত রাতে সপ্ত আসমান পেরিয়ে আরশে আজিমে পৌঁছে আল্লাহ তায়ালার সঙ্গে সরাসরি কথপেকথন শেষে পৃথিবীতে ফিরে আসেন মহানবী (সা.)। এ ঘটনা নবী করিম (সা.) এর মোজেজা হিসেবে প্রকাশ পেয়েছিল। তাঁর উম্মতের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় এ দিনে। বিশ্বের শত কোটি মুসলমান মেরাজের ঘটনাকে বিনা প্রশ্নে বিশ্বাস করেন। রাতটি শবে মেরাজ হিসেবে পালন করেন। এ রাতে ইসলাম ধর্মাবলম্বীরা জিকির আসকার ও নফল ইবাদত-বন্দেগি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.