Sylhet Today 24 PRINT

দক্ষিণ কোরিয়ার নাগরিক কুর্মিটোলা হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০২০

জ্বর নিয়ে বাংলাদেশে আসা দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন পর্যন্ত সারা পৃথিবীতে কভিড-১৯ ভাইরাসে ৮৯ হাজার ৩৩১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে ৪১৫ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত চীনের বাইরে ২৯টি দেশে কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চীনের বাইরে দক্ষিণ কোরিয়ায় এ রোগে আক্রান্তের সংখ্যা বেশি। এর পর রয়েছে জাপান ও সিঙ্গাপুরে। এদিকে কুয়েত নতুন করে কভিড আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সিঙ্গাপুরের আক্রান্ত বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত রয়েছে।

খুব বেশি প্রয়োজন না হলে কভিড আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার অধিবাসীরা বাংলাদেশে এলে তাদের সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.