Sylhet Today 24 PRINT

দুটি বইয়ের প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেছে হাই কোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০২০

‘নানীর বাণী’ ও ‘দি আরেফিন’ নামের দুটি বই প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেছেন হাই কোর্ট।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

ব্যক্তির চিন্তা ও ধর্মীয় স্বাধীনতায় আঘাত করা হয়েছে এমন দাবি করে বই দুটি নিষিদ্ধের দাবি জানিয়ে আদালতে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আজহার উল্লাহ ভূঁইয়া। পরে আদালত এ আদেশ দেন।

আইনজীবী আজহার উল্লাহ ভূঁইয়া জানান, বই দুটি মানুষের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে। আইনজীবীদের পক্ষে বিষয়টি আদালতের নজরে এনেছি। আদালত বিষয়টি আমলে নিয়ে আদেশ দেন। আদেশে বই দুইটির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেন। একুশে বইমেলা থেকে বই দুইটি সরিয়ে নিতে বাংলা একাডেমির ডিজিকে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, ডিসি-এসপি ঢাকা ও নারায়ণগঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এ আইনজীবী।

লেখক দিয়ার্ষি আরাগের লেখা বই দুটি প্রকাশ করে ‘সৃষ্টিঘর’ প্রকাশনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.