Sylhet Today 24 PRINT

বেসরকারি টিভি চ্যানেলকে শিল্প ঘোষণা করতে নোটিশ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০২০

বেসরকারি টিভি চ্যানেলগুলোকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদের সচিব, তথ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ‘২০১৫ সালের ৫ মে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ৩৩টি সেবা খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য খসড়া শিল্প নীতির পরিশিষ্ট-৩ এ একটি প্রস্তাবিত খসড়া তালিকা করা হয়। সেখানে নিউজ পেপার শিল্প বা সংবাদপত্রসহ ৩৩টি সেবা খাত রয়েছে। যদিও সেই খসড়ার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অর্থনীতিতে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো যথেষ্ট অবদান রাখছে। বিশ্বের বিভিন্ন দেশে টেলিভিশন চ্যানেলকে শিল্প হিসেবে ঘোষণার নজির রয়েছে। আমাদের দেশে কর্মকর্তা-কর্মচারীর সুরক্ষা এবং উন্নত সেবা পাওয়ার নিশ্চয়তার লক্ষ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে শিল্প হিসেবে ঘোষণা করলে সেবার মান অনেক বৃদ্ধি পাবে।

তাই জনস্বার্থে বেসরকারি টিভি চ্যানেলগুলোকে আগামী সাত দিনের মধ্যে শিল্প হিসেবে ঘোষণার অনুরোধ করা হয়।

অন্যথায় দেশের ভোক্তা এবং দেশের বৃহত্তর স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে উচ্চ আদালতের আশ্রয় গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.