Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ৪০ জন কোয়ারেন্টাইনে

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০২০

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ইতালি ফেরতদের সংস্পর্শে আসা ৪০ জনকে তাদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরীক্ষায় ইতালি ফেরত দুজনের শরীরে করোনাভাইরাসা পাওয়া যায়। সে কারণে তাদের সংস্পর্শে আসা সবাইকে তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আইইডিসিআর কর্মকর্তারা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল সার্জন আসাদুজ্জামান জামান জানান, অহেতুক ভয়ভীতি এড়াতে আক্রান্তদের সংস্পর্শে আসা ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, সরকারের নির্দেশনায় সারাদেশের মত নারায়ণগঞ্জেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে শহরের শায়েস্তা খান সড়কে নির্মিত জুডিশিয়াল ভবনে কোয়ারেন্টাইনের জন্য ৫০ শয্যা প্রস্তুত করা হয়েছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক শহরের ৩০০ শয্যা ও ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৫টি করে ১০ শয্যার কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছিলো। এখন ১০ শয্যার সাথে নতুন করে আরও ৫০ শয্যা যোগ হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.