Sylhet Today 24 PRINT

প্রবাসীদের এখন দেশে না আসার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০২০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশি নাগরিক যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে তাদের এই মুহূর্তে দেশে না আসতে অনুরোধ করছি।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আপনারা যে যে দেশে আছেন, সেখানেই থাকুন। সব দেশই করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেসব নির্দেশনা মেনে চলুন। বাংলাদেশি মিশনগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে, প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ রাখুন।

এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.