Sylhet Today 24 PRINT

করোনা মোকাবেলায় বাংলাদেশকে ২৫ লাখ মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০২০

করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রস্তুতি ও প্রতিরোধ প্রচেষ্টাকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ইউএসআইডির মাধ্যমে ২৫ লাখ মার্কিন ডলার দেবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ তহবিল তিনটি অগ্রাধিকার ক্ষেত্রে সহায়তা করবে: (১) স্বাস্থ্যসেবা খাতে সংক্রমণ রোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) ব্যবস্থা জোরদার করা; (২) নমুনা পরিবহন এবং রেফারাল সিস্টেম উন্নতকরণ; এবং (৩) ঝুঁকি সচেতনতা যোগাযোগ ও আউটরিচ বৃদ্ধি।

১১ মার্চ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরার সাথে সাক্ষাত করে এই তহবিলের জন্য মার্কিন পরিকল্পনার বিষয়ে তাকে অবহিত করেন।

তারা বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় উভয় সরকারের কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং কীভাবে তহবিলের ভবিষ্যৎ কিস্তিগুলো উত্তম পন্থায় বরাদ্দের উপায় নিয়ে আলোচনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.