Sylhet Today 24 PRINT

ব্লগার রাসেল পারভেজ স্মরণসভা বুধবার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মার্চ, ২০২০

বাংলা ব্লগের অন্যতম শক্তিশালী ব্লগার ড. রাসেল পারভেজের স্মরণসভা আগামী বুধবার অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টায় রাজধানীর বাংলা মোটরস্থ বিশ্ব সাহিত্যকেন্দ্রের ৫০১ নং হলরুমে এ স্মরণসভা হবে।

গত ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্লগার ও পদার্থবিজ্ঞানী ড. রাসেল পারভেজ। গতবছর রাসেলের ইউরিনারি ব্লাডার ক্যান্সার ধরা পড়ে। এরপর মুম্বাই টাটা মেমোরিয়ালে চিকিৎসা চলে তার। পরে অপারেশন করে তার ব্লাডার ফেলে দেওয়া হয়। কিন্তু কিছুদিন পর ক্যান্সার ছড়িয়ে পড়ে শরীরের অন্যান্য অংশেও।

দিনাজপুর শহরে বেড়ে ওঠা রাসেল পারভেজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল থেকে ১৯৯২ সালে এসএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পড়াশুনা শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কানেক্টিকাট বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১৩ সালে শাহবাগ আন্দোলনের সময় তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার করে কারান্তরীণ থাকেন ৪২ দিন। জেল থেকে ছাড়া পেয়ে জঙ্গিবাদী গোষ্ঠীর টার্গেটে পরিণত হন এবং দীর্ঘদিন এক প্রকার গৃহবন্দি জীবন যাপন করেন, কিন্তু লেখা থামান নি। ২০১৪ সালে জাপানের কানজাওয়া বিশ্ববিদ্যালয়ে প্লাজমা ফিজিক্সের উপরে গবেষণা শুরু করেন এবং ২০১৮ সালে পিএইচডি অর্জন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.