Sylhet Today 24 PRINT

দেশে আরও ২ জন করোনায় আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০২০

দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও দুই ব্যক্তি শনাক্ত হয়েছেন। দুইজন রোগী ইতালি ও জার্মানি থেকে এসেছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন দুইজন রোগী আজকে আমরা পেয়েছি। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন ইতালির, আরেকজন জার্মানি থেকে বাংলাদেশে এসেছেন। দেশে আসার পর থেকেই তারা সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) ছিলেন। সেখানে অসুস্থ হওয়ার তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এরআগে গত ৮ মার্চ প্রথমবারের মতো তিনজন করোনারোগী শনাক্ত হন।

শনিবারে দুইজন নিশ্চিত হওয়ার পর এই ভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ জনে। এদের মধ্যে আগের তিনজন করোনামুক্ত হয়ে সুস্থ হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.