Sylhet Today 24 PRINT

ওমানে বন্ধ বিমানের ফ্লাইট

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০২০

করোনাভাইরাসের কারণে কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতের পর এবার ওমানে বন্ধ হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। ১৭ মার্চ থেকে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করে ওমান।

দেশটির এ সিদ্ধান্তের কারণে ওমানের মাস্কট রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করতো বিমান।

বিমান জানিয়েছে, ওমানের সিদ্ধান্তের কারণে সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার চট্টগ্রাম থেকে মাস্কটগামী বিজি-১২১ ফ্লাইটটি সন্ধ্যা সোয়া ৬টায় ছাড়বে। যাত্রীদের বিমানবন্দরে বিকাল ৩টায় রিপোর্ট করতে হবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বলেন, ওমানের সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ মধ্যরাত থেকে ওমানের নাগরিক ছাড়া কেউ সেদেশে প্রবেশের অনুমতি পাবে না। এ কারণে বিমান ওমানের রাজধানী মাস্কটে নিয়মিত ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এ কারণে সোমবারই এই রুটে বিমানের শেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.