Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বায়তুল মুকাররমে কুরআন খতম

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মার্চ, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মঙ্গলবার কুরআন খতম সম্পন্ন হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ১শ’ জন হাফেজের মাধ্যমে শতবার কুরআন খতম দেয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কুরআন খতম শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।

মুনাজাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, এ বি এম আমিন উল্লাহ নুরী, মু. আ: হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর সিরাজউদ্দিন আহমদ, মহাপরিচালক আনিস মাহমুদ, যুগ্মসচিব মো. জহির আহমেদ, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব), প্রতিটি উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে, একইদিন দুপুরে বায়তুল মুকাররম জাতীয় মসজিদস্থ লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.