Sylhet Today 24 PRINT

বাংলাদেশেও কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের শরীরে সিল দেওয়া শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০২০

হাতে অমোছনীয় কালি দিয়ে সিল মেরে হোম কোয়ারেন্টাইনড প্রবাসীদের চিহ্নিত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার বিমানবন্দরে অবতরণ করা প্রবাসীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে এমন সিল মেরে দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

এখন থেকে ফ্লাইটগুলোতে যত বিদেশ ফেরত যাত্রী আসছেন তাদের তাপমাত্রা পরীক্ষা করে যাদের করোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে তাদেরকে সেনাবহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টাইন করা হচ্ছে। আর যাদের তাপমাত্রা সন্দেহজনক মনে হচ্ছেনা তাদের হাতে সিল মেরে বাড়িতে হোম কোয়ারেন্টাইন অবস্থায় থাকতে বলা হচ্ছে।

এর আগে ভারতের মহারাষ্ট্রেও হোম কোয়ারেন্টাইনড ব্যক্তিদের হাতে সিল মেরে চিহ্নিত করার পদক্ষেপ নিতে দেখা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.