Sylhet Today 24 PRINT

সামাজিক দূরত্ব নিশ্চিতে ৬১ জেলায় সেনাবাহিনী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মার্চ, ২০২০

ছবি: আইএসপিআর

দেশের করোনা পরিস্থিতিতে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ৬১ জেলায় কাজ শুরু করেছে সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সেনাবাহিনীর ২৯০টি দল দেশের ৬১টি জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করেছে। বাইরে কোনো ক্যাম্প স্থাপন না করে স্থানীয় সেনানিবাস থেকেই এই কার্যক্রম চলছে।

দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ ঠেকাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মার্চ থেকে মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী।

আইএসপিআর জানায়, জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সেনাবাহিনী বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করছে। পাশাপাশি তারা বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন নিশ্চিত করতে কাজ করছে। এই কার্যক্রমে আড়াই হাজারের বেশি সেনাসদস্য দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.