Sylhet Today 24 PRINT

বনানী কবরস্থানে কোকোকে সমাহিত করা হচ্ছে

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কফিন ঢাকা পৌঁছেছে।

নিউজ ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৫


বায়তুল মোকাররমে জানাজা শেষে বনানী কবরস্থানে কোকোকে দাফন করা হবে ।

পূর্বের খবরঃ

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কফিন ঢাকা পৌঁছেছে। তাঁর মরদেহ গুলশান কার্যালয়ে রাখা হয়েছে । বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে তাঁকে বনানীতে দাফন করার কথা রয়েছে। তবে সামরিক কবরস্থানে দাফনের অনুমতি এখনো মেলেনি বলে জানিয়েছেন জোট নেতা ইব্রাহিম। সামরিক কবরস্থানে দাফন না হলে কোথায় দাফন হবে সে সিদ্ধান্ত এখনও জানা যায়নি।
তার মরদেহ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিয়ে আসেন  পাঁচ নেতা। লাশ বহনের জন্য আগেই সেখানে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল।

কোকোর কফিন নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি মঙ্গলবার বেলা ১১টা ৩৭ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

একই ফ্লাইটে কোকোর স্ত্রী, দুই মেয়ে, মামা শামীম এস্কান্দার এবং খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুও ঢাকায় এসেছেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.