Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্তদের চিকিৎসায় দেশেই ভেন্টিলেটর তৈরির উদ্যোগ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০২০

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় দেশেই ভেন্টিলেটর উৎপাদনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি জানান, বিশ্বখ্যাত মেডিকেল যন্ত্র প্রস্তুতকারী কোম্পানি মেডট্রনিকের সহায়তায় দেশের প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ভেন্টিলেটর তৈরিতে এগিয়ে এসেছে।

সোমবার (৩০ মার্চ) এক অনলাইন সংবাদ সম্মেলনে পলক বলেন, স্বল্পতম সময়ের মধ্যে দেশে ভেন্টিলেটর উৎপাদন হবে। এ ব্যাপারে আমরা ভীষণভাবে আশাবাদী।

শ্বাসজনিত সমস্যায় আক্রান্তদের চিকিৎসায় ভেন্টিলেটরের সাহায্যের প্রয়োজন পড়ে। কোভিড-১৯ আক্রান্তদের জন্যও ভেন্টিলেটরের প্রয়োজন পড়ায় বিশ্বজুড়ে এর চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। বাংলাদেশও জরুরিভিত্তিতে ভেন্টিলেটর আমদানির চেষ্টা চালাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.