Sylhet Today 24 PRINT

চা বাগান চালু রাখার পক্ষে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০২০

দেশের চা বাগানগুলো চালু রাখার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের ৬৪ ডেপুটি কমিশনারদের (ডিসি) নির্দেশনা দেওয়ার সময়ে সিলেটের ডিসির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চা বাগান চালু রাখার পক্ষে মত দেন।

সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) কাজী এম. এমদাদুল ইসলাম উৎপাদনমুখী খাত চা বাগান চালু রাখতে অনুরোধকরতঃ সিদ্ধান্ত জানতে চাইলে প্রধানমন্ত্রী বাগানগুলো চালু রাখার পক্ষে সিদ্ধান্ত দেন।

উল্লেখ্য, চা শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে চা বাগানগুলো লকডাউন করাসহ মজুরি ও রেশন প্রদান করে তা বন্ধের দাবি জানিয়ে আসছিল। এনিয়ে সংগঠনটি সিলেটের ডেপুটি কমিশনারের (ডিসি) বরাবরে স্মারকলিপিও দিয়েছে। শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম অধিদপ্তরেও এনিয়ে সংগঠনটি চিঠি দিয়েছে।

দেশের ১৬৬টি চা বাগানে রয়েছেন প্রায় দুই লাখ শ্রমিক। এরমধ্যে এরমধ্যে সিলেট বিভাগেই রয়েছে ১৩৮টি বাগান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.