Sylhet Today 24 PRINT

যতদিন প্রয়োজন সেনাবাহিনী মাঠে থাকবে: সেনাপ্রধান

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০২০

ফাইল ছবি

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যতদিন প্রয়োজন হবে, ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে।

বুধবার (১ এপ্রিল) করোনাভাইরাসের কারণে দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে। পরিস্থিতির আলোকে কতদিন সেনাবাহিনী কাজ করবে তা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন।

তিনি বলেন, সরকার যতদিন চাইবে, ততদিন সেনাবাহিনী থাকবে। এটা তো সরকার নির্ধারণ করবে। সরকার যেদিন বলবে আমরা চলে আসব।

বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের সংশ্লিষ্ট সচিবগণ, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক গভর্নরসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.