Sylhet Today 24 PRINT

১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। ফলে ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ থাকছে।

তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল পণ্য পরিবহন ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

শনিবার (৪ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় স্বাক্ষর করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের।

বার্তায় আরও জানানো হয়, পণ্যবাহী কোনো যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

একইভাবে রেলও বন্ধ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত জানিয়েছে রেলভবন সূত্র।

বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ বলেন, এ মুহূর্তে আমরা পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছি। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত আমার পরিবহন সংস্থার সব বাস চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী বলেন, ‘সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকায় ৭১ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। শুধু ঢাকায় প্রায় ১০ হাজার বাস শ্রমিকের তালিকা করে জেলা প্রশাসন কার্যালয়ে জমা দেওয়া হবে।’

করোনা পরিস্থিতিতে সরকার থেকে রেশন দাবি করেন এই পরিবহন শ্রমিক নেতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.