Sylhet Today 24 PRINT

করোনার চিকিৎসায় নিয়োজিতদের পুরস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই রোগে আক্রান্তদের চিকিৎসা দিতে যেসব সরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সেবা দিয়ে যাচ্ছেন, তাদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ এপ্রিল) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শুরু থেকে যারা এই চিকিৎসায় নিয়োজিত আছেন, তাদের তালিকা করার নির্দেশ দিয়েছি। আমরা তাদের পুরস্কৃত করতে চাই। যারা সাহসী স্বাস্থ্যকর্মী, তাদের উৎসাহ দেওয়া প্রয়াজন। কেবল উৎসহ নয়, আমি সম্মানিও দিতে চাই। সেই তালিকার কাজ শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.