Sylhet Today 24 PRINT

করোনা রোগী সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০২০

ফরিদপুরে একজন সুস্থ মানুষকে করোনা রোগী উল্লেখ করে প্রতিপক্ষকে ফাঁসাতে জেলা প্রশাসকের ম্যাসেঞ্জারে ছবি পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। শুধু জেলা প্রশাসকের ম্যাসেঞ্জারে নয় ওই ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে, তাকে এখন সামাজিকভাবে নানা হয়রানির শিকার হতে হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে আমরা তদন্ত করে কোনো সত্যতা পাইনি। নুরু মাতুব্বর আসলে অপপ্রচারের শিকার হয়েছেন। যারা এই ধরনের কাজ করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ‘গত শুক্রবার তার প্রতিপক্ষরা এ অপকর্ম করেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিয়েছে। তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।’

অপচেষ্টার শিকার হওয়া ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের নুরু মাতুব্বর (৫৭) বলেন, ‘গ্রাম্য বিরোধের জের ধরে তার প্রতিপক্ষ মিথ্যা অপবাদ দিয়ে জেলা প্রশাসক অতুল সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রুকে জানিয়েছে আমি নাকি নারায়ণগঞ্জ থেকে পালিয়ে ফরিদপুরে এসেছি। মহামারি রোধে আমাকে প্রশাসনের হেফাজতে নেওয়ার দাবি করেছেন তারা।’

তিনি আরও বলেন, ‘তারা ফেসবুকেও আমার ছবি দিয়ে সামাজিকভাবে হেয় করছে। বিষয়টি জানতে পেরে আমি স্থানীয় প্রশাসনকে জানাই। তারা খোঁজ নিয়ে জানতে পারে আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি। ফলে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। এ বিষয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.