Sylhet Today 24 PRINT

ওমরাযাত্রীসহ সৌদি থেকে ফিরছেন ৩৬৬ বাংলাদেশী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতির ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবে আটকে পড়া ১৩২ জন বাংলাদেশী ওমরাহ হজ যাত্রী বুধবার (১৫ এপ্রিল) বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন। একই ফ্লাইটে সৌদি আরবের বিভিন্ন কারাগারে ডিটেনশনে থাকা ২৩৪ জন অবৈধ প্রবাসী বাংলাদেশিকেও ফেরত পাঠিয়েছে দেশটি।

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ বুধবার রাত ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। ফ্লাইটে থাকা ৩৬৬ জন বাংলাদেশীর মধ্যে জেদ্দার ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন কর্মী ও ১৩২ জন ওমরাহযাত্রী রয়েছেন।

এদিকে দেশে আসার পর করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে এসব যাত্রীকে ১৪ দিন কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা করবে কর্তৃপক্ষ।

সৌদিতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, নভেল করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ সাময়িক বন্ধ থাকায় আটকা পড়েন ওমরা যাত্রীরা। এর আগে ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট গিয়ে ৪০৯ জন ওমরাহ যাত্রীকে ফিরিয়ে এনেছিল।

তবে সৌদিয়া, কুয়েত এয়ারওয়েজসহ অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে যারা ওমরাহ করতে গিয়েছিলেন তারাই মূলত আটকা পড়েন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.