Sylhet Today 24 PRINT

এই দুঃসংবাদে আমি সম্পূর্ণ নিথর: ড. ইউনূস

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২০

একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের অফিসিয়াল ওয়েব সাইটে এক শোকবার্তা দিয়েছেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস লিখেছেন, 'ঘুম থেকে উঠে এরকম একটা মহা দুঃসংবাদ পাবো চিন্তাই করিনি। এই দুঃসংবাদের আকস্মিকতায় এবং গুরুত্বে আমি সম্পূর্ণ নিথর।'

তিনি আরও লিখেছেন, 'জামিলুর রেজা চৌধুরী আমার দীর্ঘদিনের বন্ধু। তিনি আমার কর্মকাণ্ডের সঙ্গে সব সময় জড়িত থাকতেন। আজ দুপুর বারোটায় তাঁর সভাপতিত্বে আমাদের একটা টেলিফোন-মিটিং হবার কথা। গতকাল আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজ তিনি নেই।'

বিজ্ঞাপন

'জামিলুর রেজা চৌধুরী একজন অসাধারণ মানুষ'- উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস লিখেছেন, 'যেকোনো কঠিন বিষয়কে তিনি দ্রুত হৃদয়ঙ্গম করে তার উপর অত্যন্ত সুন্দর পরামর্শ দিতে পারতেন। স্থাপত্য বিষয়ে তাঁর জ্ঞানের গভীরতা অতুলনীয়। ব্যক্তিগত জীবনে তাঁর সততা প্রশ্নাতীত। যে কোনো দেশের জন্য তিনি সর্বোচ্চ ব্যক্তিদের একজন হতে পারতেন। আমাদের পরম দুর্ভাগ্য যে এরকম একজন লোক আমরা আজ হারালাম।'

শোকবার্তায় ড. ইউনূস লিখেছেন, 'আমার দুঃখ আমি আমার একজন নিকটতম বন্ধুকে হারালাম। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার নেই। মহান আল্লাহ তাঁকে চির শান্তিতে রাখুন।'

উল্লেখ্য, খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মঙ্গলবার ভোরে রাজধানীর কলাবাগানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.