Sylhet Today 24 PRINT

অধ্যাপক আনিসুজ্জামানকে সিএমএইচে স্থানান্তর

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০২০

হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান শনিবার দুপুরে বলেন, বাবাকে এখন সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে।

বার্ধক্যজনিত সমস্যার কারণে ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আনিসুজ্জামান। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতাল বদলের সিদ্ধান্ত হয়।

আনন্দ জামান বলেন, “এখানে তো ১২ দিনের মতো হলো। খুব বেশি অগ্রগতি হয়নি। তাই চিকিৎসকের পরামর্শে সিএমএইচে স্থানান্তর করছি।”

এপ্রিলের প্রথম সপ্তাহে ল্যাবএইডে ভর্তি হয়েছিলেন কিডনি ও ফুসফুসের জটিলতার কারণে। পরে কিছুটা সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.