Sylhet Today 24 PRINT

করোনায় দুদকের আরেক কর্মীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০২০

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ আক্রান্ত হয়ে এবার দুর্নীতির দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী মারা গেছেন।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এই দুদক কর্মী মারা যান বলে হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন।

বিকাল ৪টার দিকে যখন তার সঙ্গে কথা হয়, তখন মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।

তবে দুদকের এই কর্মী কখন সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আলাউদ্দিন আল আজাদ ।

কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, “বহু বছর ধরে তিনি দুদকে কাজ করছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার এই মৃত্যু দুঃখজনক।”

এরআগে গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক জালাল সাইফুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.