Sylhet Today 24 PRINT

গ্রাম পুলিশরা পাবেন ১৩০০ টাকা করে

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ ভূমিকা পালন করায় ইউনিয়ন পর্যায়ে কর্মরত গ্রাম পুলিশের প্রত্যেক সদস্যকে ১ হাজার ৩০০ টাকা করে প্রণোদনা দেবে সরকার। দেশের ৪ হাজার ৫৬৯ টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) এই প্রণোদনার আওতায় আসবেন।

সোমবার (১১ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এতে বরাদ্দ রাখা হয়েছে মোট ৬ কোটি টাকা।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়, ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ থেকে প্রত্যেক জেলার জন্য মঞ্জুর করা অর্থ ওঠানোর অথরিটিপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসকরা তাদের অনুকূলে বরাদ্দ করা অর্থ ট্রেজারি থেকে উঠিয়ে প্রত্যেক গ্রাম পুলিশকে ১ হাজার ৩০০ (এক হাজার তিনশ) টাকা করে সরাসরি দেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.