Sylhet Today 24 PRINT

রবি ও সোমবারও হরতাল দেয়ার কথা ভাবছে বিএনপি!

আগামী রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল দেওয়া হতে পারে বলে বিএনপি সূত্র থেকে জানা গেছে

নিউজ ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৫


টানা অবরোধের মধ্যেই দফায় দফায় হরতাল দিচ্ছে বিএনপি'র নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কখনো সারাদেশে আবার কখনও আঞ্চলিক । একইভাবে আগামী রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল দেওয়া হতে পারে বলে বিএনপি সূত্র থেকে জানা গেছে । মূলত অবরোধের গতি শ্লথ হয়ে এলেই নানান ইস্যু বের করে হরতাল দিয়ে আন্দোলনে গতি ধরে রাখার টার্গেট বিএনপি'র নীতি নির্ধারকদের ।

নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে বোমা হামলা করে ২৯ জনকে দগ্ধ করার মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করায় আরেক দফা হরতাল ডাকার পরিকল্পনা করেছে বিএনপি। যদিও এই দাবি নিয়েই বৃহস্পতিবার সিলেট বিভাগ সহ কয়েকটি জেলায় আঞ্চলিক হরতাল পালন করবেন তারা ।


এদিকে টানা অবরোধের মধ্যে  হরতালে নাজেহাল ও তিতিবিরক্ত সাধারণ মানুষের মধ্যে চলছে উদ্বেগ উৎকন্ঠা।
ব্যবসায়ী ক্ষতির মুখে পড়া অনেক ব্যবসায়ী হরতাল অবরোধকে উপেক্ষা করেই জীবনযাত্রা চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন । তাদের বক্তব্য - কাজ না করলে না খেয়ে মরতে হবে তারচেয়ে পেট্রোল বোমায় মরাই ভালো ।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.