Sylhet Today 24 PRINT

'পালাতে গিয়ে' ট্রাকের ধাক্কায় শিবির নেতা নিহত

র‍্যাবের গাড়ি থেকে ‘পালানোর সময়’ ট্রাকের ধাক্কায় তুহিনের মৃত্যু হয়

নিউজ ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৫


চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে আটকের প্রায় ১৩ ঘণ্টা পর আসাদুল্লাহ তুহিন (১৮) নামে শিবিরের এক নেতা নিহত হয়েছে। র‌্যাবের ভাষ্যমতে , তাদের গাড়ি থেকে ‘পালানোর সময়’ ট্রাকের ধাক্কায় তুহিনের মৃত্যু হয়।
তুহিনের বাড়ি পৌর এলাকার চরমোহনপুর চকপাড়া মহল্লায়। সে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের একাদশ শ্রেণির (বাণিজ্য) ছাত্র ও শিবিরের কলেজ শাখার সভাপতি ছিল।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান বলেন, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে তুহিনকে নিয়ে ককটেল উদ্ধারে যায় র‌্যাব। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে সদর উপজেলার লালাপাড়া মোড়ে র‌্যাবের গাড়ি থেকে সে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় সে। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে শিবিরের এটিকে র‍্যাবের ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলেছে ।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.