Sylhet Today 24 PRINT

অবরোধ বহাল নেই: অবশেষে বিএনপির ঘোষণা

সিলেটটুডে ডেস্ক  |  ১২ অক্টোবর, ২০১৫

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, সারা দেশে বিএনপির অবরোধ বা এ ধরনের কোনো কর্মসূচি বহাল নেই।

আজ সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিপন এ কথা বলেন।

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের নাগরিকদের সতর্কতা অবলম্বনের যে পরামর্শ সে দেশটি দিয়েছে, তাতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার না করা এবং যেকোনো সময় বিশেষ করে শহরাঞ্চলে সহিংসতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলতি বছরের ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ ও হরতালের ডাক দেয় বিএনপি জোট। জোটের ডাকা সেই অবরোধে ২৮০ তম দিন আজ।

বাস্তবে এই হরতাল ও অবরোধের কার্যকারিতা দেখা না গেলেও বিএনপি জোট আনুষ্ঠানিকভাবে এরআগে অবরোধ প্রত্যাহার করেনি। অবরোধের মধ্যে নির্দিষ্ট মেয়াদের হরতালেরও ডাক দেওয়া হতো। তবে এখন আর হরতালের কোনো কর্মসূচি ২০ দলের নেই।

এ বিষয়ে আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘এটা নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই গেছে বলে মনে হচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগেই উল্লেখ করেছেন, আমাদের আর কোনো কর্মসূচি নেই। আমি আবার পুনর্ব্যক্ত করছি, সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কর্মসূচি বহাল নেই। কর্মসূচি বলতে হরতাল, কর্মসূচি বলতে অবরোধ বা ধর্মঘট নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.