Sylhet Today 24 PRINT

ওটা মুজিব কোট নয়, নীল রঙের কটি: সাংসদ হারুন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০২০

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, তিনি যেটা পরেছিলেন, তা ছিল কটি। বিএনপির এই যুগ্ম মহাসচিব মঙ্গলবার মুজিব কোট পরে সংসদে গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর গণমাধ্যমকে বলেন, “আমি ব্লু (নীল) রঙের কটি পরেছি। পাঞ্জাবির সাথে এই কটি সবাই পরে থাকে। এটা নতুন কিছু নয়।”

“আর মুজিব কোট হয় কালো রঙের। মুজিব কোর্ট তো পরেন, যারা আওয়ামী লীগ করেন। আমি মুজিব কোট পরতে যাব কেন? আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত বিএনপি করি, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি,” বলেন তিনি।

হারুন বলেন, “সংসদে না এসে আমার পোশাক নিয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সঠিক নয়। আমাকে হেয় করার জন্য গণমাধ্যমে এই সংবাদটি প্রচার করা হয়েছে। এটা দুঃখজনক।”

সংসদ সদস্যদের পোশাক নয়, বক্তব্য নিয়ে আলোচনা হওয়াটা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন বিএনপির এই সংসদ সদস্য।

মঙ্গলবার সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিএনপির এই সংসদ সদস্য।

ডেপুটি স্পিকারের কাছে অতিরিক্ত সময় চেয়ে না পেয়ে প্রতিবাদ জানিয়ে ওয়াক আউটও করেন হারুন।

গত ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.