Sylhet Today 24 PRINT

এই প্রথম শোক দিবস পালনে জাতীয় পার্টি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস প্রথমবারের মত পালন করবে জাতীয় পার্টি। দিবসটি উপলক্ষে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ১৫ আগস্ট (শনিবার) সকাল থেকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে খতমে কোরআন অনুষ্ঠিত হবে। একই স্থানে বেলা ১১টায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারি মওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় জাপার শীর্ষ নেতাদের অংশ নেবেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.