Sylhet Today 24 PRINT

আসন্ন শারদীয় দুর্গোৎসবে ফখরুলের শুভেচ্ছা

নিউজ ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৮ ‍অক্টোবর) দলের সহ-দফতর সম্পাদক মো. আবদুল লতিফ জনির পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় ফখরুল বলেন, আমি সনাতন ধর্মাবলম্বী সবাইকে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শারদীয় দুর্গাপূজা বাংলাভাষী জনগোষ্ঠীর সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্র্মীয় উৎসব। এ উৎসব সকলের মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। উৎসবের অন্তর্লোক হচ্ছে শান্তি ও সহাবস্থান।

তিনি আরো বলেন, আবহমান কাল ধরেই বাংলাদেশসহ উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়ে আসছে। সকল ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক ভেদরেখা মোচন করে সমাজে মানুষে মানুষে মহামিলন সূচনা করে।

বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ সবসময়ই মিলেমিশে বসবাস করছে উল্লেখ করে ফখরুল বলেন, এটি আমাদের সমাজে-রাষ্ট্রে এক বড় ঐতিহ্য হিসেবে পরিগণিত। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐত্যিহের অংশ। আমরা সবাই বাংলাদেশি, এটিই আমাদের গর্ব, এটিই আমাদের একমাত্র পরিচয়। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.