Sylhet Today 24 PRINT

‘পাট শিল্প রক্ষায় ব্যর্থ মন্ত্রীর পদত্যাগ করা উচিত’

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০২০

দেশের পাট শিল্প রক্ষায় ব্যর্থ হওয়া ও পাট কল বন্ধ করায় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পদত্যাগ করা উচিত বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. এ. সামাদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতি এ দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতি তিনি বলেন, ‘পাটের নিত্য নতুন ব্যবহার উদ্ভাবন, রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করা, পাট খাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, ভুলনীতি পরিহার, দুর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধ সহ বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়ন না করে উল্টো পাট কল বন্ধ করে দেওয়া পাট শিল্পের সাথে সংশ্লিষ্ট কৃষক-শ্রমিকদের পেটে লাথি মারার শামিল। পাট কল বন্ধের ফলে এ শিল্পের হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছেন।’

তিনি বলেন, ‘রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে পিপিপি’র আওতায় বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শ্রমিকদের কোনোরকম দায়িত্ব না নিয়ে সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এ সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা ছাড়া দ্বিতীয় আর কোন পথ জনগণের সামনে খোলা নেই।’

কমরেড ডা. এম. এ. সামাদ বলেন, ‘ব্যর্থ বস্ত্র ও পাট মন্ত্রীর পদত্যাগ, বন্ধ সকল পাটকল চালু ও পাটকল শ্রমিকদের চাকুরীতে পুনর্বহাল ও সকল বকেয়া প্রদানের তিন দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) উদ্যোগে আগামী ১৫ই মার্চ সকাল ১১ টায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘেরাও করা হবে। যদি তারপরও আমাদের দাবি মেনে না নেওয়া হয় তবে শ্রমিকদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলে দাবি মানতে বাধ্য করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.