Sylhet Today 24 PRINT

‘ভারমুক্ত’ করে বিজ্ঞপ্তির পর ফের ‘ভারপ্রাপ্ত’ ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৫

দীর্ঘদিন থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগিরকে 'মহাসচিব' উল্লেখ করে শুক্রবার রাত সোয়া নয়টায় বিজ্ঞপ্তি পাঠায় বিএনপি। এর আগে দুই দিন ধরে তাকে   বিএনপির ‘মহাসচিব’ হিসেবে উল্লেখ করাও হয়।

তবে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত সংশোধনী বিজ্ঞপ্তি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পাঠিয়ে ফখরুলকে আগের মতই  ‘ভারপ্রাপ্ত’ মহাসচিব উল্লেখ করা হয়।

গত বৃহস্পতিবার ও শুক্রবার বিএনপির নানা কর্মসূচি জানিয়ে সাংবাদিকদের পাঠানো ক্ষুদেবার্তা ও ইমেইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘মহাসচিব’ হিসেবে উল্লেখ করা হচ্ছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তা সংশোধন করে দিল দলটি।


সেখানে লেখা হয়, ‘আগামীকাল ২৪ অক্টোবর, শনিবার বেলা ১১-৩০ টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক যৌথসভা আহবান করেছেন। সভায় দলের সম্পাদকমন্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.