Sylhet Today 24 PRINT

শেখ হাসিনা ইসলামের খেদমতে নানামুখী কাজ করে যাচ্ছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৫

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোরআন ও সুন্নাহর খেদমতে যুগান্তকারী অবদান রেখে গেছেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে নানামুখী কাজ করে যাচ্ছেন।’

রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পূর্ব সাহানে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ মন্তব্য করেন

ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি হাফেজ ও ক্বারিরা আন্তর্জাতিক হিফয ও ক্বিরআত প্রতিযোগিতায় প্রায় প্রতি বছরই পুরস্কৃত হচ্ছেন। কয়েক বছর ধরে আমাদের হাফেজ ও ক্বারিরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুসলিমবিশ্বে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন। একটি অ-আরব দেশ হিসেবে বাংলাদেশের এ সমস্ত অর্জন বিশ্বসভায় প্রশংসার দাবি রাখে।’

প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত অর্ধশতাধিক বাংলাদেশি হাফেজকে পুরস্কৃত করেছে ইসলামিক ফাউন্ডেশন। একই সঙ্গে হিফয প্রতিযোগিতার বিচারকসহ খ্যাতনামা হিফয প্রতিষ্ঠানের প্রধানকেও সম্মাননা প্রদান করা হয়।

পাশাপাশি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত হিফয প্রতিযোগিতার ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- মিসরের রাষ্ট্রদূত মাহমুদ মোস্তফা আইজ্জাত, ইরান কালাচারাল সেন্টারের পরিচালক আসগর খসরুয়াবাদী, বাহরাইন থেকে আগত জাস্টিস, ইসলামিক অ্যাফেয়ার্স ও ওয়াক্ফ মন্ত্রণালয়ের আল কুরআন ডাইরেক্টরেটের পরিচালক আবদুল্লাহ আবদুল আজিজ কাহতান আল ওমারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.