Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর-পদদলিত;আব্দুল মান্নান খানের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট |  ২৯ ডিসেম্বর, ২০১৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর ও পদদলিত করার অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বিরুদ্ধে মামলা হয়েছে। 


সোমবার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলা দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিকী। 


জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন অক্তার বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। মামলায় ২ নং সাক্ষী করা হয়েছে ওই এলাকার সংসদ সদস্য সালমা ইসলামকে।  


অভিযোগ অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দোহারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আবদুল মান্নান খানের নাম না বলায় তিনি নিজেই কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ছবি সংবলিত পোস্টার-ব্যানার ছিঁড়ে পদদলিত করেন। একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করীম ভূইয়াও অনুষ্ঠান মঞ্চে সাবেক প্রতিমন্ত্রীর হাতে নাজেহাল হন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.