Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগের ৭ পৌরসভায় বিএনপির প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ডিসেম্বর, ২০২০

দ্বিতীয় পর্যায়ের পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বিএনপি। সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভায় বিএনপির মনোনয়ন পেয়েছেন- সুনামগঞ্জ সদরে মোর্শেদ আলম, ছাতকে রাশিদা বেগম, জগন্নাথপুরে মো. হারুনুজ্জামান; মৌলভীবাজারের কমলগঞ্জে মোহাম্মাদ আবুল হোসেন, কুলাউড়ায় কালাম উদ্দিন আহমেদ; হবিগঞ্জের মাধবপুরে হাবিবুর রহমান, এবং নবীগঞ্জে ছাবির আহমেদ চৌধুরী।

শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

আগামী ১৬ জানুয়ারি এই ৫৫টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। আর প্রথম ধাপে ২৫টি পৌরসভায় নির্বাচন হবে ২৮ ডিসেম্বর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলার দিনাজপুর সদরে দলীয় মনোনয়ন পেয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম, বীরগঞ্জে মোকারম হোসেন, বিরামপুরে হুমায়ুন কবির; কুড়িগ্রামের নাগেশ্বরীতে শহিদুল ইসলাম; গাইবান্ধার সুন্দরগঞ্জে আবু খায়ের মো. মশিউর রহমান, সদরে শহিদুজ্জামান শহীদ; বগুড়ার শেরপুরে স্বাধীন কুমার কুণ্ডু, সান্তাহারে তোফাজ্জল হোসেন; রাজশাহীর কাঁকনহাটে হাফিজুর রহমান, ভবানীগঞ্জে মো. আবদুর রাজ্জাক, আড়ানীতে তোজাম্মেল হক; নাটোরের নলডাঙ্গায় মো. আব্বাছ আলী, গোপালপুরে শেখ আবদুল্লাহ আল মামুন, গুরুদাসপুরে মো. আজমল হক; সিরাজগঞ্জ সদরে মো. সাইদুর রহমান, উল্লাপাড়ায় মো. আজাদ হোসেন, বেলকুচিতে মো. আলতাব হোসেন, রায়গঞ্জে মো. জাহিদুল ইসলাম, কাজীপুরে মো. আল আমিন;

পাবনার ঈশ্বরদীতে রফিকুর ইসলাম, ফরিদপুরে এনামুল হক, সাঁথিয়ায় মো. সিরাজুল ইসলাম, ভাঙ্গুড়ায় মো. আবদুল কাদের; মেহেরপুরের গাংনীতে মো. আসাদুজ্জামান; কুষ্টিয়া সদরে মো. বশিরুল আলম চাঁদ, কুমারখালীতে আনিসুর রহমান, ভেড়ামারায় মো. শামিম রেজা, মিরপুরে মো. আবজাল হোসেন; ঝিনাইদহের শৈলকুপায় মো. খলিলুর রহমান; বাগেরহাটের মোংলায় মো. জুলফিকার আলী; মাগুরা সদরে মো. ইকবাল আকতার খান; পিরোজপুর সদরে শেখ শহীদুল্লাহ; টাঙ্গাইলের ধনবাড়ীতে এস এম এ সোবহান।

ময়মনসিংহের মুক্তাগাছায় মো. শহিদুল ইসলাম, নেত্রকোনার মোহনগঞ্জে মো. মাহবুবুন নবী শেখ, কেন্দুয়ায় শফিকুল ইসলাম; কিশোরগঞ্জ সদরে মো. ইসরাইল মিঞা, কুলিয়ারচরে নুরুল মিল্লাত; ঢাকার সাভারে মো. রেফাত উল্লাহ; নরসিংদীর মনোহরদীতে মো. মাহমুদুল হক; নারায়ণগঞ্জের তারাবোতে নাসির উদ্দিন, ফরিদপুরের বোয়ালমারিতে আ. শুকুর শেখ, শরীয়তপুরে সদরে মো. লুৎফর রহমান ঢালী; ; কুমিল্লার চান্দিনায় আলমগীর খান; ফেনীর দাগনভূঞায় কাজী সাইফুর রহমান, নোয়াখালীর বসুরহাটে কামাল উদ্দিন চৌধুরী; খাগড়াছড়ি সদরে মো. ইব্রাহীম খলিল ও বান্দরবানের লামায় মো. শাহীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.