Sylhet Today 24 PRINT

মনজুরুল আহসান খানের বিরুদ্ধে সিপিবির শাস্তিমূলক ব্যবস্থা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২১

দলের অবস্থানের বাইরে গিয়ে পত্রিকায় কলাম লেখা এবং সাক্ষাৎকার দেওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খানকে দায়িত্ব থেকে ৬ মাসের জন্য বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সময় উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি পার্টির অন্য সব দায়িত্ব থেকেও বিরত থাকতে হবে তাকে।

শুক্রবার সন্ধ্যায় সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও প্রচার বিভাগের প্রধান আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) এক বিবৃতিতে এ খবর জানান।

৭৬ বছর বয়সী মনজুরুল আহসান খান বাম দলটির তিনবারের সভাপতি। গত ১৫ ডিসেম্বর একটি দৈনিক পত্রিকায় মনজুরুল আহসান খানের নামে একটি লেখা প্রকাশিত হয়। সেখানে তিনি বর্তমান সরকারের প্রশংসা করে লিখেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যমুনা সেতু ও পদ্মা সেতু আজ দৃশ্যমান। দেশ ক্রমেই উন্নত দেশের পর্যায়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। মুক্তিযুদ্ধে লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ আজ পৃথিবীর মানচিত্রে দৃশ্যমান হয়ে উঠছে।”

সিপিবির বিবৃতিতে বলা হয়, “মনজুরুল আহসান খান একটি দৈনিক পত্রিকায় লিখিত প্রবন্ধে ও আরেকটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান সরকার সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা দলের দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তাই ৫ জানুয়ারির প্রেসিডিয়াম সভায় মনজুরুল আহসান খানকে সিপিবির উপদেষ্টা পদসহ দলের অন্যান্য দায়িত্ব থেকে ছয় মাসের জন্য বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

১৯৯৯ সালে সিপিবির সপ্তম কংগ্রেসের মাধ্যমে সিপিবির সভাপতির দায়িত্ব পান শ্রমিক নেতা ও একাত্তরের রণাঙ্গনের গেরিলাযোদ্ধা মনজুরুল আহসান খান।

২০১২ সালে মুজাহিদুল ইসলাম সেলিম সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে মনজুরুল আহসান খান দলের উপদেষ্টা হিসেবে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.