Sylhet Today 24 PRINT

দলীয় প্রতীকেই পৌরসভা নির্বাচন, অধ্যাদেশ জারি

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৫

দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার। এ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতোই দলীয় প্রতীক নিয়েই প্রার্থী হবেন রাজনৈতিক দলগুলোর নেতারা।

সোমবার (২ নভেম্বর) এ সংক্রান্ত এক অধ্যাদেশ জারি করে সরকার। তবে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সরকারের নীতিগত সিদ্ধান্তকে প্রথম দেখেই দুরভিসন্ধী বলে আসছে বিএনপি।

ডিসেম্বরে পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারিত থাকায় সংশোধিত স্থানীয় সরকার আইনটি পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। পরে এটি সংসদে আইন আকারে পাস করানো হবে।

সংশোধিত আইনের আওতায় পর্যায়ক্রমে ৩২৩টি পৌরসভা, ৪ হাজার ৫৫৩টি ইউনিয়ন পরিষদ, ৪৮৮টি উপজেলা, ১১টি সিটি করপোরেশন এবং ৬৪টি জেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।

দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছিলেন, ‘দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি। অনুমানের ভিত্তিতে আগেই কাজ এগিয়ে রাখা হয়েছে।’

স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন অনুযায়ী, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন।

গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের সংশোধন আইন একযোগে অনুমোদন করা হয়। আইনগুলো হচ্ছে: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০১৫; উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫; জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫; স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন, ২০১৫ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০১৫। তবে সময় স্বল্পতার কারণে আইনের বদলে অধ্যাদেশ করে এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল সরকার।

তারই ধারাবাহিকতায় আজ অধ্যাদেশ জারি করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.